এবছর ২০২১টি তালবীজ বপন করবে ইকবাল সিদ্দিকী কলেজ
গাজীপুর; ২রা সেপ্টেম্বর ২০২১: এবছর কমপক্ষে ২০২১টি তালবীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আজ(বৃহস্পতিবার) ৪৫০টি তালবীজ বপন করেছে গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলাধীন ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর-বহেরাতলী-পিঙ্গাইল সড়কের পাশে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বীজবপন করে। কর্মসূচি উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান। এসময় উপস্থিত থেকে কর্মসূচি পর্যবেক্ষণ করেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীসহ কলেজের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, গাজীপুর মহানগর, গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইকবাল সিদ্দিকী কলেজ এবছর কমপক্ষে ২০২১টি তালের বীজ বপন করার কর্মসূচি নিয়েছে।