University News

/University News

এবছর ২০২১টি তালবীজ বপন করবে ইকবাল সিদ্দিকী কলেজ

গাজীপুর; ২রা সেপ্টেম্বর ২০২১: এবছর কমপক্ষে ২০২১টি তালবীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আজ(বৃহস্পতিবার) ৪৫০টি তালবীজ বপন করেছে গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলাধীন ভাওয়ালগড় ইউনিয়নের নয়নপুর-বহেরাতলী-পিঙ্গাইল সড়কের পাশে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বীজবপন করে। কর্মসূচি উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান। এসময় উপস্থিত থেকে কর্মসূচি পর্যবেক্ষণ করেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীসহ কলেজের শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, গাজীপুর মহানগর, গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইকবাল সিদ্দিকী কলেজ এবছর কমপক্ষে ২০২১টি তালের বীজ বপন করার কর্মসূচি নিয়েছে।

এবছর ২০২১টি তালবীজ বপন করবে ইকবাল সিদ্দিকী কলেজ2021-09-02T14:05:29-05:00

বৃত্তি প্রদান অনুষ্ঠান

গাজীপুর, ১৯শে আগস্ট ২০২১: ২৪জন মেধাবী শিক্ষার্থীকে লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ(বৃহস্পতিবার) সকালে গাজীপুর সদরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি 'রুহান স্কলারশিপ' শিরোনামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিরঞ্জন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করেন। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। জার্মান প্রবাসী কচি-কাঁচা একাডেমির প্রাক্তন শিক্ষার্থী ইমাম হোসেন সোহাগ প্রবর্তিত রুহান স্কলারশিপ বাবদ এক লক্ষ টাকা(১,০০০,০০/-) [...]

বৃত্তি প্রদান অনুষ্ঠান2021-10-21T09:49:46-05:00

অসচ্ছল প্রবীণদের সম্মানে মধ্যাহ্নভোজ

গাজীপুর, ১৬ই অগাস্ট ২০২১: "বাপের বাড়ির খাওন খাইলাম, একটা কাপড়ও পাইলাম, এইটা আমার খুব কাজে দিব।"--আবেগাপ্লুত হয়ে কথাগুলো বললেন শ্রীপুর উপজেলা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ফালানী বেগম। গাজীপুর সদর উপজেলাধীন রুদ্রপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "এখান থেকে ঈদের মধ্যে আমরা চাল পাইছি, গোশত পাইছি, মুরগি পাইছি, ২ বছর ধরে ইফতার পাচ্ছি, আল্লায় আরো ভালো করুক।" আজ(সোমবার) ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে অসচ্ছল প্রবীণদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। কচি-কাঁচা একাডেমিতে আয়োজিত এই মধ্যাহ্নভোজে ৪৫জন ষাটোর্ধ নারী এবং ২১জন পুরুষ আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন। ভোজশেষে নারীদের একটি করে শাড়ী এবং পুরুষদের একটি করে লুঙ্গি প্রদান করা [...]

অসচ্ছল প্রবীণদের সম্মানে মধ্যাহ্নভোজ2021-09-02T00:54:22-05:00