মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তরুণ-তরুণীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আত্মপ্রত্যয় ও উচ্চশিক্ষা গ্রহনের মাধ্যমে স্বপ্ন পূরণের সেতু বন্ধন রচনায় যথাযথ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইকবাল সিদ্দিকী কলেজ’। সরকার অনুমোদিত অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি ৩০ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে পরিচালনা করছে শিশুদের জন্য অলাদা ধরনের স্কুল ‘কচি-কাঁচা একাডেমি’। পাশাপাশি ‘নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়’ এলাকার স্বল্প আয়ের পরিবারের শিশুদের জন্য আবির্ভূত হয়েছে এক সুশীতল ছায়া হিসেবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্বীকৃতি নিয়ে পরিচালিত হচ্ছে ‘ইকবাল সিদ্দিকী হাই স্কুল’। এসব প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতায় ২০১৫ সনে প্রতিষ্ঠা করা হয়েছে ইকবাল সিদ্দিকী কলেজ। বর্তমানে কলেজের পাঠদান কার্যক্রম স্কুল ক্যাম্পাসে পরিচালনা করা হলেও অচিরেই কলেজটি রাজেন্দ্রপুর চৌরাস্তায় নিজস্ব জমিতে স্থানান্তরিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করাই শুধু আমাদের কলেজের লক্ষ্য নয়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তরুণ-তরুণীরা উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করবে, আলোকিত করবে সমাজ-এ লক্ষ বাস্তবায়নে শুভার্থী হিসেবে তাদের পাশে দাঁড়ানোও আমদের উদ্দেশ্য। তাই আমাদের উদ্যমী শিক্ষকবৃন্দ ছাত্র-ছত্রীদেরকে শুধু পাঠ্যপুস্তকই পড়াবেন না, তাদেরকে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালসহ যে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উপযুক্ত হিসেবে গড়ে তোলার যথাসাধ্য চেষ্টা চালাবেন। চেষ্টা করবেন যেন মেধা, মনন ও প্রজ্ঞায় আমাদের সন্তানেরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আমাদের এ আন্তরিক চেষ্ঠায় আপনাকেও সহযাত্রী ও সহমর্মী হিসেবে পেতে চাই।