গাজীপুর, ১৬ই অগাস্ট ২০২১: “বাপের বাড়ির খাওন খাইলাম, একটা কাপড়ও পাইলাম, এইটা আমার খুব কাজে দিব।”–আবেগাপ্লুত হয়ে কথাগুলো বললেন শ্রীপুর উপজেলা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ফালানী বেগম।
গাজীপুর সদর উপজেলাধীন রুদ্রপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এখান থেকে ঈদের মধ্যে আমরা চাল পাইছি, গোশত পাইছি, মুরগি পাইছি, ২ বছর ধরে ইফতার পাচ্ছি, আল্লায় আরো ভালো করুক।”
আজ(সোমবার) ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে অসচ্ছল প্রবীণদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। কচি-কাঁচা একাডেমিতে আয়োজিত এই মধ্যাহ্নভোজে ৪৫জন ষাটোর্ধ নারী এবং ২১জন পুরুষ আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন।
ভোজশেষে নারীদের একটি করে শাড়ী এবং পুরুষদের একটি করে লুঙ্গি প্রদান করা হয়।