ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটিতে বই উৎসব
গাজীপুর, ০১লা জানুয়ারি ২০২৩: নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্যবই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণ মনকে যেমন উৎফুল্ল করে, তেমনি জাগ্রত করে বই পড়ে শিক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ২০২৩ শিক্ষাবর্ষের প্রথম দিনে সারাদেশের মতো এবারও গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটিতে আজ(রবিবার) সকালে অনুষ্ঠিত হয় বই উৎসব।
সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বই উৎসবে সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের ৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী।