২০২২ সনের এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করায় শোকরানা মাহফিল
গাজীপুর: ৩রা ডিসেম্বর ২০২২: গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হওয়ায় এক শোকরানা মাহফিল আজ (শনিবার) সকালে বিদ্যালয়ের রােকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও
সহকারী শিক্ষক আবুল হোসেন রিজনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শোকরানা মাহফিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এবং উত্তীর্ণদের শুভকামনা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক, উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষ থেকে জনাব শহিদুল ইসলাম লিটন, ইকবাল সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রাজিবুল আলম, সহকারী শিক্ষক রওশন আরা রুমি ও ইকবাল সিদ্দিকী কলেজের মেধাবী শিক্ষার্থী আনিকা তাহসিন আব্বাসী এবং উত্তীর্ণদের মধ্য থেকে বক্তব্য রাখে মো. কাওসার মিয়া ও জাফরিন নাহার জেরিন।
শুকরিয়া মােনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।
উল্লেখ্য, এ বছর ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড
কলেজ থেকে ১১১জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৬টি এ প্লাসসহ শতভাগ উত্তীর্ণ হয়েছে।