গাজীপুর; ৫ই নভেম্বর ২০২২: ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে আজ (শনিবার) সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে ‘আসুন সুস্থ থাকি’ শিরোনামে দিনব্যাপী এক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘ন্যাচার ইজ লাইফ, লাইফ ইজ ন্যাচার’ শ্লোগানে চারটি পর্বে সম্পন্ন হওয়া উক্ত কর্মশালায় ‘সব ওষুধ প্রকৃতিতে, সুস্থতা নিজের হাতে, তিন খাবারের সমন্বয় : সুস্থতার বিস্ময়’ এবং প্রাকৃতিক নিয়মে সুস্থ থাকুন, ডায়বেটিস কেন হয় এবং কিভাবে নিরাময়?’ শীর্ষক শিরোনামের উপর প্রশিক্ষণ দেন নিউরোপ্যাথিক মেডিসিন বিশেষজ্ঞ ও স্টেমসেল নিউট্রিশন কনসালট্যান্ট ড. শিবেন্দ্র কর্মকার।
‘সবার আগে সুস্থতা – খাবার নিয়ে ভাবার আছে’ ও ‘বিনা তেলে নিস্পাপ রান্না পদ্ধতি, সঠিক নিয়মে পানি পান : সুস্থতার সমাধান’ শীর্ষক শিরোনামের উপর প্রশিক্ষণ দেন সেলস ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট এন্ড লজিক্যাল স্পিকার ও লেখক রাজিব আহমেদ। এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদের ঔষধি গুণাবলি ও সেবনবিধি নিয়ে আলোচনা করেন অ্যাকোয়ার এ্যাগ্রো ফুড এন্ড নিউট্রিশনের চিফ এক্সিকিউটিভ আব্দুল মতিন মুক্ত।
কর্মশালায় ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত প্রতিষ্ঠানসমূহের শিক্ষকমণ্ডলী সপরিবারে উপস্থিত ছিলেন।