কচি-কাঁচা একাডেমির নিরাপত্তা প্রহরী সাবেক সেনা সদস্য জনাব সিরাজুল ইসলামের বিদায় সংবর্ধনা
গাজীপুর, ১৩ই অক্টোবর ২০২২: গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমির নিরাপত্তা প্রহরী সাবেক সেনা সদস্য জনাব সিরাজুল ইসলামের বিদায় সংবর্ধনা আজ (বৃহস্পতিবার) অপরাহ্নে বিদ্যালয়ের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক ইসমত আরার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদায়ী সিরাজুল ইসলাম, ইকবাল সিদ্দিকী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রাজিবুল আলম, কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক সুশান্ত কুমার ও নার্গিস আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিহাব শাহেদ, সপ্তম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিম, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন নূর নূহা এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান সাদ।
সোসাইটির পক্ষ থেকে বিদায়ী নিরাপত্তা প্রহরীকে শুভেচ্ছা উপহার, ক্রেস্ট এবং প্রভিডেন্ড ফান্ডের প্রাপ্য টাকার চেক প্রদান করা হয়। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ১,০২,৭২৫/- টাকা (এক লক্ষ দুই হাজার সাতশত পঁচিশ), ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব আব্দুর রহমানের পক্ষ থেকে ৫০০০/- টাকা (পাঁচ হাজার) কচি-কাঁচা একাডেমি শিক্ষক-কর্মচারী সমিতির পক্ষ থেকে ১,২১,১১২/- টাকা (এক লক্ষ একুশ হাজার একশত বারো) এবং প্রভিডেন্ট ফান্ডের ৩৫৩২৫/- টাকা (পঁয়ত্রিশ হাজার তিনশত পঁচিশ) মোট ২,৬৪,১৬২/- টাকা (দুই লক্ষ চৌষট্টি হাজার একশত বাষট্টি) প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রায় ১২ বছর কর্মজীবন শেষে আজ থেকে তিনি অবসর গ্রহণ করলেন।