গাজীপুর, ২৮শে জুলাই ২০২২: গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চূড়ান্ত খেলা আজ (বৃহস্পতিবার) সকালে অনুষ্ঠিত হয়।
নয়নপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টে উচ্চ মাধ্যমিক (বালক) স্তরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দুর্বার হাউজ এবং রানার্স আপ হয় দিগন্ত হাউজ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় একাদশ শ্রেণির শিক্ষার্থী 7529 আব্দুল্লাহ।
উচ্চ মাধ্যমিক বালিকাদের খেলায়ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে দুর্বার হাউজ এবং রানার্স আপ হয় দুরন্ত হাউজ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় একাদশ শ্রেণির শিক্ষার্থী 7056 তৃষা।
অন্যদিকে ইকবাল সিদ্দিকী হাই স্কুলের (বালক) স্তরে দুরন্ত হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং রানার্স আপ হয়েছে দুর্জয় হাউজ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দশম শ্রেণির শিক্ষার্থী 3513 নাফিস।
বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ এবং রানার্স আপ হয় দিগন্ত হাউজ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নবম শ্রেণির শিক্ষার্থী 5714 সুমাইয়া আক্তার।
দিনের অপর খেলায় কচি-কাঁচা একাডেমির (বালক) স্তরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে দুর্বার হাউজ এবং রানার্স আপ হয় দুর্জয় হাউজ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় 6105 নুর আলিফ।
প্রাথমিক স্তরে বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় দুরন্ত হাউজ এবং রানার্স আপ হয় দুর্জয় হাউজ।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় 7259 সৌমিতা।
বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক, শিশু-সংগঠক ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। মাঠের চারিদিকে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক – অভিভাবক ও এলাকাবাসীর টানটান উত্তেজনায় টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়।