গাজীপুর, ১৭ই মার্চ ২০২২: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ (বৃহস্পতিবার) ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের মোট ২৪৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ গ্রুপে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ গ্রুপে বিভক্ত হয়ে আবৃত্তি, ছড়া গান, দেশের গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, সাধারণ নৃত্য, একক অভিনয়, গল্প বলা, উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আব্দুর রহমান।
আগামী ২০শে ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত মা সমাবেশে বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।